মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় ট্রাক দুর্ঘটনায় নব-দম্পতিসহ ৪৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনই শিশু। আহত হয়েছেন অন্তত ২২ জন।
রোববার সকালে রাজধানীর উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ট্রাকে বাড়ি ফিরছিলো যাত্রীরা।
পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার পরদিন অতিথিরা ওই ট্রাকটিতে করে বাড়ি ফিরছিলো। যাত্রাপথে ট্রাকটি উল্টে আনযোজোরোবে শহরের মাননারা নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় নববিবাহিত দম্পতিও মারা গেছেন বলে জানা গেছে। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
জনবহুল মাদাগাস্কারে অতিরিক্ত যাত্রী বহন করা একটি প্রচলিত বিষয়। আর তাই প্রায়ই ঘটে দুর্ঘটনা। আফ্রিকার এ দ্বীপ রাষ্ট্রটিতে ২ কোটি ৪০ লাখ মানুষ বসবাস করে।
এফএস/এসএস